গেইলদের হারিয়ে আইপিএলে ভেসে রইল নাইটরা

গেইলদের হারিয়ে আইপিএলে ভেসে রইল নাইটরা

গেইলদের হারিয়ে আইপিএলে ভেসে রইল নাইটরাবেঙ্গালুরু-১১৫/৯। কেকেআর-১১৬/৫

কেকেআর জয়ী ৫ উইকেটে। ম্যাচের সেরা-জাক কালিস

একেই বলে বোধহয় শ্বাস নেওয়ার পরেও মরার হঠাত্‍ বেঁচে ফেরা। রবিবার গেইলদের হারিয়ে আইপিএলে ভেসে রইল নাইট রাইডার্স। তবে অতীতের `পাপ` (হার বলা ভাল) বেশিদিন বাসিয়ে রাখবে না নাইটদের। ধোনির শহর রাঁচিতে টি২০ সব হিসাব উল্টে দিয়ে জিতলেন গম্ভীররা।

হিসাব উলটে দেওয়ার ম্যাচে জয়ের পর নাইটদের পয়েন্ট দাঁড়াল ১৪ ম্যাচে ১২ পয়েন্ট। বাকি দুই ম্যাচে জিতলে গম্ভীরদের পয়েন্ট দাঁড়াবে ১৬। ইতিমধ্যেই তিনটে দল (চেন্নাই, মুম্বই, রাজস্থান) ১৬ গণ্ডি টপকে গেছে। প্লে অফে উঠবে চারটি দল। সেক্ষেত্রে চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠতে গেলে নাইটদের ল়ডাই বেঙ্গালুরু, হায়দরাবাদের সঙ্গে।

সেক্ষেত্রে নাইটদের বাকি দুটো ম্যাচ জিততেও হবেই, সঙ্গে বেঙ্গালুরু আর হায়দরাবাদকে আর একটা ম্যাচে জেতা চলবে না। সান রাইজার্স হায়দরাবাদের বাকি আছে এখনও তিনটে ম্যাচ, আর আরসিবির দুটো ম্যাচ। তাই এখনও নাইটদের প্লে অফের স্বপ্নটা নেহাতই অলৌকিক বলা চলে।

রাঁচির ধীরগতির পিচে গোলকধাঁধায় আচকে গেছিলেন গেইলরা। যে গেইল নাইটদের দেখলে রানের খিদেতে পাগল হয়ে যান, তিনিই আজ শুরুতেই কেমন যেন আটকে গেল। ঘূর্ণি পিচকে হনিমুন স্পট ভেবে সুনীল নারিন বেঙ্গালুরুকে একেবারে পথে বসালেন। নারিন নিলেন চার উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান বিসলা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও কালিসের বিশ্বস্ত ব্যাট নাইটদের জয়ের পঁচিল টপকে দেয়।





First Published: Sunday, May 12, 2013, 20:51


comments powered by Disqus