দাম কমছে কেকেআরএর টিকিটের

দাম কমছে কেকেআরএর টিকিটের

দাম কমছে কেকেআরএর টিকিটেরগত কয়েক বছরে ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্স ম্যাচে দর্শকসংখ্যা ক্রমেই কমেছে। এবার নাইটদের ম্যাচে দর্শক টানতে টিকিটের দাম কমাতে চলেছে কর্তৃপক্ষ। স্টেডিয়ামের ৮০ শতাংশ টিকিটের দাম হতে চলেছে ৫০০ টাকার মধ্যে। তাছাড়া এবার ফোন করলেই বাড়িতে বসে গম্ভীরদের ম্যাচ দেখার টিকিট পেতে পারেন দর্শকরা। শুক্রবার সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠকের পর একথা জানান নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর।

First Published: Friday, March 23, 2012, 20:50


comments powered by Disqus