Last Updated: May 4, 2013 14:53

শুক্রবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স খুব সহজে জয় ছিনিয়ে নিল রাজস্থানের কাছ থেকে। রাজস্থানের বিরুদ্ধে দূরন্ত জয়ের পর নাইট সমর্থকদের মধ্যে এখন একটাই আপসোস। ঘুম ভাঙতে দেরী হয়ে গেল না তো! কুম্ভকর্ণের ঘুম ভাঙতে লাগত ছ`মাস। শুক্রবার রাতে গম্ভীরের দেখে মনে হল ঘুম ভাঙল এগারো ম্যাচ পর। এই যে ইউসুফ পাঠান নাইট জার্সিতে সর্বোচ্চ রান করলেন, কালিসকে দেখে মনে হল, এইতো সেই মিস্টার স্পেশাল কিংবা দলের ফিলডিং দেখে মনে হল করার.. লড়ার... জেতার ইচ্ছা আছে। এই সবই মনে হল ১১ ম্যাচ পর। দুর্গা প্রতিমাকে দশমীতে সিঁদুর রাঙানোর পর যখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়, তখন যদি কেউ অষ্টমীর পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ে, এই অবস্থাই হয়েছে নাইটদের। এখন নাইটদের সেই দশা। বাকি পাঁচটা ম্যাচে সবকটা জিতলেও প্লে অফে ওঠা নিশ্চিত নয়। নাইটদের ভাগ্য পুরোটাই এখন নির্ভর করছে অন্যদের খারাপ খেলার উপর।
এবারের সিজনে এই প্রথম বার কথা বলল ইউসুফ পাঠানের ব্যাট। আর তাতেই এল বহু কাঙ্খিত জয়। ইউসুফ পাঠানের অনবদ্য ব্যাটিংয়ের উপর ভর করে প্রয়োজনীয় ১৩২ রান সাতেরো ওভারের মাথায় তুলে নেয়। তবে পাঠানের ঘুম ভাঙতে বড্ড বেশি দেরী হয়ে গেল। ততক্ষণে নাইটের জমি যুদ্ধবিধ্বস্ত পলাশীর প্রান্তরে পরিণত হয়েছে। প্লে-অফে যাওয়ার আশা অতি ক্ষীণ। অন্যদিকে, দ্রাবিড়ের এই হার অনেকক্ষানি ব্যাকফুটে রাখতে পারে। পয়েন্ট তালিকায় রান রেটিংয়ের বিচারে তৃতীয় স্থান থাকেলও কাছিকাছি দৌড়ে মুম্বই, হায়দরাবাদ রয়েছে।
First Published: Saturday, May 4, 2013, 14:53