কলকাতা, বিধাননগর, রাজারহাট গোপালপুর পুরসভার উপনির্বাচন ফলাফল-

কলকাতা পুরসভার উপনির্বাচনের দুটি আসনেই জয়ী তৃণমূল, বিধাননগরেও জয়ী তৃণমূল-LIVE UPDATE

কলকাতা পুরসভার উপনির্বাচনের দুটি আসনেই জয়ী তৃণমূল, বিধাননগরেও জয়ী তৃণমূল-LIVE UPDATEপাঁচ পুরসভার ভোটে দারুণ ফল করার পাশাপাশি উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার। কলকাতা পুরসভার দুটি আসনের উপনির্বাচনেই জিতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। রাজারাহাট-গোপালপুর পুরসভা, বিধাননগর পুরসভার উপনির্বাচনেও জয়লাভ করল তৃণমূল।

সকাল ১০.১৫টা- কলকাতা পুরসভার উপনির্বাচনে ১ ও ২৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ১০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সীতা জয়সওয়াড়া৷ ২৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ৬৪২ ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী মৃণাল সাহা৷ রাজারহাট গোপালপুর উপনির্বাচনেও জয়ী তৃণমূল।

রাজারহাট-গোপালপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল৷ আগে এই ওয়ার্ডটি সিপিএমের দখলে ছিল৷

সকাল ৯.২২টা- বিধাননগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। এই আসনে তৃণমূলের টিকিটে জিতলেন বাণীব্রত ব্যানার্জি। বিধাননগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাণীব্রত ব্যানার্জি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারালেন ২৫১ ভোটে।

সকাল ৯.১৫টা- কুলটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ড বামেদের কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল৷

সকাল ৯টা- মালবাজারের ১৫ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল৷ কোচবিহারের ১৭ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে জয়ী তৃণমূল৷

First Published: Monday, November 25, 2013, 16:25


comments powered by Disqus