ঠিকাকর্মীদেরও বেতন কাটল কলকাতা পুরসভা

ঠিকাকর্মীদেরও বেতন কাটল কলকাতা পুরসভা

Tag:  KMC Notice kolkata
ঠিকাকর্মীদেরও বেতন কাটল কলকাতা পুরসভাসাধারণ ধর্মঘটের দিন গরহাজিরার জন্য শাস্তির কোপ পড়তে চলেছে কলকাতা পুরসভার ঠিকাদারদের অধীনস্থ ঠিকাকর্মীদের ওপর। সিদ্ধান্ত হয়েছে ঠিকাকর্মীদের একদিনের বেতন কাটা হবে। সম্প্রতি এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার।

এই মুহূর্তে কলকাতা পুরসভায় ১৫ থেকে ১৬ ঠিকাদার সংস্থা রয়েছে। সংস্থাগুলিতে অস্থায়ী কর্মচারীর সংখ্যা ৪ থেকে ৫ হাজার। এরমধ্যে প্রায় এক হাজার কর্মী ধর্মঘটের দিন কাজে যোগ দেননি। এদের প্রত্যেকের একদিনের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। সম্প্রতি এই নির্দেশ জারি করেছেন পুর কমিশনার।
 
এই নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেধেছে। প্রশ্ন উঠেছে সাধারণ ধর্মঘটের দিন গরহাজিরার কারণে যেখানে কেবলমাত্র সরকারি কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত হয়েছে সেখানে অস্থায়ী ঠিকাকর্মীদের ক্ষেত্রেও বেতন কাটার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে।

First Published: Thursday, April 5, 2012, 09:37


comments powered by Disqus