মোহরকুঞ্জ, টাউন হল পাবে না নেত্রীর অপছন্দের সংবাদমাধ্যম

মোহরকুঞ্জ, টাউন হল পাবে না নেত্রীর অপছন্দের সংবাদমাধ্যম

মোহরকুঞ্জ, টাউন হল পাবে না নেত্রীর অপছন্দের সংবাদমাধ্যমবৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আনার জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে কেবল অপারেটরদের সম্পর্কে। আর তার মাঝেই অত্যন্ত নিঃশব্দে কলকাতার দুটি আলোচনাস্থলে বিশেষ কয়েকটি সংবাদমাধ্যমকে অনুষ্ঠান করার ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করল তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা।

সমসাময়িক যে কোনও বিষয়ে আলোচনার জন্য বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কাছে কলকাতার দুটি জায়গা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। একটি মোহরকুঞ্জ, অন্যটি কলকাতা টাউন হল। বাম সরকারের আমলে এই দুটি জায়গায় অনুষ্ঠান করার সুযোগ পেয়েছে সবকটি সংবাদ মাধ্যমই। কিন্তু গত কয়েকদিন ধরে এই জায়গাদুটিতে নির্দিষ্ট টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের অনুমোদন দেওয়া বাতিল করে দিয়েছে কলকাতা পুরসভা। যদিও পুরসভার তরফে এই সিদ্ধান্তের কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

কলকাতার মেয়র অবশ্য ইঙ্গিতপূর্নভাবেই জানিয়েছেন সিদ্ধান্তের কথা। সেইসঙ্গে মেয়র শোভন চট্টোপাধ্যায় এও জানিয়ে দিয়েছেন, টাউন হলে যে অনুষ্ঠানগুলি হত তা অপসংস্কৃতির বাহক।

কেবল অপারেটরদের মাধ্যমে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টার মাঝেই শুরু হয়ে গেল অন্যপথে আটকানোর চেষ্টা। আর তার জন্য অপসংস্কৃতির দোহাই।
 

First Published: Saturday, March 31, 2012, 22:43


comments powered by Disqus