প্রেমে প্রত্যাখান করায় ছাত্রীকে খুনের চেষ্টা যুবকের, আহত মেয়েটির মা, দিদিমাও

প্রেমে প্রত্যাখান করায় ছাত্রীকে খুনের চেষ্টা যুবকের, আহত মেয়েটির মা, দিদিমাও

প্রেমে প্রত্যাখান করায় ছাত্রীকে খুনের চেষ্টা যুবকের, আহত মেয়েটির মা, দিদিমাওপ্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের আটপুর এলাকায়। অভিযুক্ত যুবক লিটন দাসের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন ওই ছাত্রী এবং তাঁর মা ও দিদিমা। ঘটনার পর থেকেই পলাতক লিটন।

বুধবার রাত প্রায় দশটা। উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের আটপুর এলাকায় নিজের বাড়িতেই ছিলেন একাদশ শ্রেণির ছাত্রী ঊর্বশী ঘোষ। সেই সময়ই ধারালো অস্ত্র নিয়ে এলাকার যুবক লিটন দাস বাড়িতে ঢুকে উর্বশীকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ।

উর্বশীকে বাঁচাতে ছুটে আসেন তাঁর মা অর্পণা ঘোষ ও দিদিমা পুতুল ঘোষ। লিটন তাঁদের উপরেও চড়াও হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অপর্ণা দেবী কিন্তু জানাচ্ছেন যে, তাঁর মেয়ের সঙ্গে অভিযুক্ত যুবক লিটনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আজকাল লিটনকে উর্বশীর আর পছন্দ হচ্ছিল না। সেই ক্ষোভে পথেঘাটে তাঁর মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত লিটন। তারপর
বুধবার রীতিমতো অস্ত্র নিয়ে হামলা চালায় সে।

ঘটনার পর থেকেই পলাতক লিটন দাস। তার খোঁজে তল্লাসি শুরু করেছে জগদ্দল থানা।

First Published: Thursday, December 26, 2013, 10:50


comments powered by Disqus