স্ত্রীকে কুপিয়ে খুন কুরল কলকাতা পুলিসের কনস্টেবল

স্ত্রীকে কুপিয়ে খুন করল কলকাতা পুলিসের কনস্টেবল

স্ত্রীকে কুপিয়ে খুন করল কলকাতা পুলিসের কনস্টেবলস্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল খোদ কলকাতা পুলিসের কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর পুলিস আবাসনে। অভিযোগ, গাড়ি কেনার টাকার জন্য দীর্ঘদিন থেকেই স্ত্রীকে চাপ দিচ্ছিলেন তপসিয়া থানার কনস্টেবল পদে কর্মরত গৌতম সরকার। ২৪ তারিখ রাতে স্ত্রী রূপা সরকারের ওপর ছুরি নিয়ে হামলা চালায় সে। গলায় ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ।

এরপর রক্তাক্ত স্ত্রীকে ঘরের ভেতর বন্ধ করে পালিয়ে যায় গৌতম সরকার। মেয়ের চিত্‍কারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই রূপা দেবীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর দেওয়া হয় রূপা সরকারের পরিবারকে। ২৫ তারিখ তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

First Published: Friday, December 27, 2013, 21:54


comments powered by Disqus