Last Updated: March 9, 2014 21:19

একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট কোহলি। সদ্য সমাপ্ত এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকার এ বি ডেভিলিয়ার্সের থেকে এক নম্বর স্থান ছিনিয়ে দিলেন দিল্লির এই ব্যাটসম্যান। এশিয়া কাপে একটি শতরান সহ তিন ম্যাচে ১৯৯ রান করেছিলেন কোহলি।
যা তাঁকে এনে দেয় বারো রেটিং পয়েন্ট। জানুযারী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে এক নম্বর স্থানে ছিলেন কোহলি। কোহলির মতই অন্যান্য ভারতীয় ব্যাটসম্যানদেরও র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে। তিন ধাপ উঠে আট নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। এশিয়া কাপে সাত উইকেট নিয়ে বোলারদের তালিকায় পঞ্চমস্থানে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা।
First Published: Sunday, March 9, 2014, 21:23