অশালীন আচরণে জরিমানা কোহলির, Kohli fined for indecent behaviour

অশালীন আচরণে জরিমানা কোহলির

অশালীন আচরণে জরিমানা কোহলিরদর্শকদের উদ্দেশ্যে আঙুল তুলে অশালীন ইঙ্গিত করার অভিযোগে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে তাঁর ম্যাচ ফি-র অর্ধেক জরিমানা করলেন ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে। সিডনি টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় দর্শকদের একাংশের ক্রমাগত কটূক্তিতে উত্যক্ত হয়ে ওই কান্ড ঘটান কোহলি। পরে আম্পায়াররা এই নিয়ে অভিযোগ করলে ম্যাচ রেফারির কাছে নিজের দোষ স্বীকার করে নেন তিনি। আইসিসি-র আচরণবিধির লেভেল টু অপরাধে তাঁকে দোষি সাব্যস্ত করে জরিমানা করেন মধুগালে। কোহলি আগেই টুইট করে জানিয়েছিলেন তাঁর মা-বোনকে জড়িয়ে অশ্লীল মন্তব্য করছিলেন ওই দর্শকরা। এব্যাপারে কোহলি পাশে পেয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার কেভিন পিটারসনকে। কেপি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে জানিয়েছেন অস্ট্রেলিয়ায় এরকমই হয়ে থাকে।





First Published: Thursday, January 5, 2012, 21:04


comments powered by Disqus