Last Updated: December 20, 2013 21:21

বিরাট কোহলির পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন দক্ষিণ আফ্রিকার পেসার অ্যালেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে শতরান করেছিলেন কোহলি। তাঁর খেলায় সচিনের কথা মনে পড়ে যায় বলে জানিয়েছেন ডোনাল্ড।বিরাট কোহলিকে দরাজ সার্টিফিকেট দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা অ্যালেন ডোনাল্ড। সচিন তেন্ডুলকরের সঙ্গে কোহলির তুলনা করলেন এই প্রাক্তন পেসার। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেন কোহলি।
দিল্লির এই ব্যাটসম্যানের খেলায় মুগ্ধ ডোনাল্ড। কোহলিকে দেখে তাঁর সচিনের কথা মনে পড়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। সচিন ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতীয় দলের চার নম্বর স্থান এখন কোহলির দখলে। সচিনের জায়গায় কোহলিকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন ডোনাল্ড। দলের প্রতি তাঁর কি দায়িত্ব আছে সেটা কোহলি খুব ভাল বোঝেন বলে জানিয়েছেন তিনি।
First Published: Friday, December 20, 2013, 21:21