Kohli shines as India storm into final beating South Africa

বিরাট ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত

বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে দিল ধোনিরা। রবিবার ফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জয় দিয়েই আইপিএল কেলেঙ্কারির কলঙ্ক ঘোঁচালেন ধোনি।

ভারতীয় দলের সামনে এখন শুধুই ইতিহাসের হাতছানি। ঝুলিতে রয়েছে একটা ওয়ান ডে বিশ্বকাপ, একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়নস লিগ। এবারের টি-টোয়েন্টি জিতলে আর একটা টি-২০ ওয়ার্ল্ড কাপ ভারতের ঘরে আসবে।

এদিন দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ডুপ্লেসিস আর জেপি দুমিনির ব্যাটিংয়ের সৌজন্যে ৪ উইকেটে ১৭২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ডুপ্লেসিস ৫৮ এবং দুমিনি ৪৫ রান করেন। ভারতের পক্ষে বল হাতে একমাত্র সফল হন অশ্বিন। তিনি তিন উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দলের দুই ওপেনার শুরুটা ভালই করেন। রোহিত শর্মা তেরো বলে ঝোড়ো একটি ২৪ রানের ইনিংস খেলেন। কিন্তু রোহিত ও রাহানের উইকেট খুইয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। এই সময় দলের হাল ধরেন কোহলি। কোহলি করেন অপরাজিত বাহাত্তর রান। তাঁকে যোগ্য সঙ্গত দেন যুবরাজ ও রায়না। পাঁচ বল বাকী থাকতে চার উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। রবিবার ফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

First Published: Friday, April 4, 2014, 22:18


comments powered by Disqus