Last Updated: October 13, 2012 19:29

যখন যে অবস্থায় তাঁকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক না কেন, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। জানিয়ে দিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইতিমধ্যেই কোহলিকে ধোনির উত্তরসূরী হিসাবে ভাবতে শুরু করেছে। কোহলি জানান তিনি চাপ নিয়ে খেলতে সবথেকে বেশি ভালোবাসেন। চাপই তাঁকে ভাল পারফর্ম করতে সাহায্য করে। তবে তিনি এসব নিয়ে এখনই ভাবতে চান না।
নিজের খেলার উপরই নজর দিতে চান। ভারতীয় টেস্ট দলের স্পিন বিভাগে একজন লেগ স্পিনার খুবই প্রয়োজন। এমনটাই মনে করছেন নির্বাচক থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাই একজন ভাল লেগ স্পিনার খুঁজে বার করতে মরিয়া নির্বাচকরা। আর অশ্বিন ও প্রজ্ঞান ওঝা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাল বোলিং করেছেন। তবে তাঁদের সাহায্য করার জন্য একজন লেগ স্পিনারকে দলে রাখতে চান নির্বাচকরা। লেগ স্পিনারের দৌড়ে এগিয়ে অমিত মিশ্র । তবে পীযূষ চাওলা ও রাহুল শর্মার কথাও মাথায় রাখছেন নির্বাচক মন্ডলী। চাওলা ভারতীয় টিম ম্যানেজমেন্টের পছন্দের পাত্র। তবে ধোনি কাকে চাইছেন সেটাকেও গুরুত্ব দেওয়া হবে।
First Published: Saturday, October 13, 2012, 19:29