Kolkata airport

কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা

কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা ঘন কুয়াশার কারণে রাতে ব্যাহত হয় বিমান পরিষেবা। মিনিট পাঁচেকের মধ্যে দৃশ্যমানতা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায়, বিমান চলাচলে বিঘ্ন ঘটে বলেই বিমানবন্দর কর্তৃপক্ষসূত্রে খবর। দুর্ঘটনা এড়াতে ঘুরিয়ে দিতে হয় বেশ কয়েকটি বিমানও। ফলে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা ঢাকা থেকে কলকাতাগামী বিমান ঘুরিয়ে নামানো হয় নাগপুর বিমানবন্দরে। সেখানে বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির জেরে তাঁরা চূড়ান্ত হেনস্থার শিকার হন বলে অভিযোগওইবিমানের যাত্রীদের।

কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে শহরের যানচলাচলও। ভোরের দিকে বহু লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন বিলম্বে চলছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ফলে অফিস যাওয়ার পথে বিপাকে পড়ছেন নিত্য যাত্রীরা।

First Published: Wednesday, January 22, 2014, 09:45


comments powered by Disqus