মুখ্যমন্ত্রীর ঘোষণা না মেনে বাজারে আলু বিকোচ্ছে চড়া দামে

মুখ্যমন্ত্রীর ঘোষণা না মেনে বাজারে আলু বিকোচ্ছে চড়া দামে

মুখ্যমন্ত্রীর ঘোষণা না মেনে বাজারে আলু বিকোচ্ছে চড়া দামে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও চড়া দামে বিক্রি হচ্ছে আলু। মুখ্যমন্ত্রীর ঘোষণার তোয়াক্কা না করেই বর্ধমানের বিভিন্ন বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে।

কোনও কোনও বাজারে দাম তার চেয়েও বেশি। উত্তর দিনাজপুরের ছবিটাও একই রকম। রায়গঞ্জের খুচরো বাজারগুলিতে ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। ব্যবসায়ীদের দাবি, মু্খ্যমন্ত্রী পাইকারি বাজারে আলুর দাম বেঁধে দিলেও আদৌ সেই দামে আলু কিনতে পারছেন না তাঁরা। তাই চালান বাদ দিয়ে কেনা দামেই আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা।

First Published: Friday, November 1, 2013, 17:23


comments powered by Disqus