কলকাতায় বেটিংচক্রের হদিশ, ধৃত ৩

কলকাতায় বেটিংচক্রের হদিশ, ধৃত ৩

কলকাতায় বেটিংচক্রের হদিশ, ধৃত ৩ ইডেন গার্ডেন্সে আইপিএল সিক্সের ফাইনাল ম্যাচ চলাকালীন শহরে বেটিং চক্রের তিন পাণ্ডাকে গ্রেফতার করল পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বাগুইআটি থেকে পবন অগ্রওয়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। এ ছাড়া বড়বাজার এলাকা থেকে গোয়েন্দাদের জালে ধরা পড়েন আরও দু`জন। তাঁরা হলেন আদিত্য দামানি এবং রাজ শর্মা।

পুলিস জানিয়েছে, বড়বাজার এলাকা থেকে গ্রেফতার হওয়া দুই ব্যক্তি একই বেটিং চক্রের সঙ্গে জড়িত। আর বাগুইআটি থেকে ধৃত পবন আগ্রওয়াল অন্য একটি বেটিং চক্রের সঙ্গে জড়িত। তাঁর কাছ থেকে পুলিস একটি ল্যাপটপ এবং চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে বড়বাজার অঞ্চলের আদিত্য দামানি এবং রাজ শর্মার কাছ থেকে তিনটি ল্যাপটপ, ছ`টি মোবাইল ফোন এবং নগদ সাতাত্তর হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরআগে বুধবার উল্টোডাঙার গৌরীবাড়ি এলাকা থেকে বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে ধরা পড়ে টলিউডের এক প্রযোজকসহ চারজন।   

First Published: Monday, May 27, 2013, 11:43


comments powered by Disqus