Kolkata book fair last day

আজ রাত ৯টায় বইমেলার সমাপ্তি অনুষ্ঠান

Tag:  Book fair Kolkata
আজ বইমেলার শেষ দিন। রাত নটায় সমাপ্তি অনুষ্ঠান। এবারের থিম কান্ট্রি পেরুর নাচ দিয়ে শেষ হবে বইমেলা। শনিবার তিন লক্ষেরও বেশি মানুষ মেলায় এসেছিল। বই বিক্রিও আশানুরুপ হয়েছে বলে জানিয়েছে গিল্ড কর্তৃপক্ষ। রবিবার শেষদিনের ভিড় সেই হিসেব ছাপিয়ে যাবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

গিল্ডের তরফে জানানো হয়েছে, এবার বইমেলার মরশুমের মাঝে তিন তিনটে ব্রিগেড সমাবেশ পড়ে যাওয়ায় এবারের বইমেলায় লোক কম হয়েছে।

First Published: Sunday, February 9, 2014, 19:23


comments powered by Disqus