Last Updated: January 19, 2013 21:28

সাঁইত্রিশতম কলকাতা বইমেলার উদ্বোধন ২৬ জানুয়ারি। এবার বইমেলার থিম বাংলাদেশ। উদ্বোধন করবেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আনিসুজ্জামান। উদ্বোধনে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। থাকবেন দুই বাংলার বিশিষ্টজনেরা।
এবারের বইমেলায় সাহিত্যে বিশেষ অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হবে শংকরকে। পুরস্কার মূল্য পাঁচ লক্ষ টাকা। প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে চালু হচ্ছে সুলীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার। এই পুরস্কার তুলে দেওয়া হবে কবি ও সাহিত্যিক বীথি চট্টোপাধ্যায়ের হাতে। সাধারণের জন্য মেলা খুলে দেওয়া হবে ২৭ তারিখ থেকে। মিলনমেলা প্রাঙ্গণে বইমেলা চলবে ষোলো দিন। এই প্রথম মেলার মেয়াদ বাড়ানো হল আরও চার দিন। থাকছে মোট সাড়ে ৭০০ স্টল।
First Published: Saturday, January 19, 2013, 21:28