Last Updated: January 28, 2014 16:36
আজ থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। সাধারণের জন্য খুলে দেওয়া হবে আগামিকাল থেকে। এবছর বইমেলা চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত। মিলন মেলা প্রাঙ্গণে আটত্রিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের থিম কান্ট্রি পেরু। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী। থাকবেন সাহিত্যিক শংকর। এবারের বইমেলায় সবমিলিয়ে থাকছে সাড়ে সাতশোটি স্টল।
অংশ নিচ্ছে ১৮০০ বেশি প্রকাশনা সংস্থা। তার মধ্যে রয়েছে ২৯টি বিদেশি প্রকাশনা সংস্থা। পশ্চিমবঙ্গ সরকারের স্টলই থাকছে ছটি। মেলা প্রাঙ্গণের কেন্দ্রে গিল্টের মণ্ডপ। সুচিত্রা সেনের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এবারই প্রথম জয়পুর সাহিত্য উৎসবের আদলে বইমেলায় বসবে সাহিত্য আলোচনার আসর।
First Published: Tuesday, January 28, 2014, 16:36