কলকাতায় দিনের ঠাণ্ডা এখন রাতকেও চ্যালেঞ্জ দিচ্ছে

কলকাতায় দিনের ঠাণ্ডা এখন রাতকেও চ্যালেঞ্জ দিচ্ছে

কলকাতায় দিনের ঠাণ্ডা এখন রাতকেও চ্যালেঞ্জ দিচ্ছেআলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস মিলে গিয়ে আজও দক্ষিণবঙ্গ জুড়ে হাড় কাপানো শীত । সঙ্গে চলছে উত্তুরে হাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

অন্যদিকে, গতকাল সারাদিন রোদের দেখা না মেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌছে যায় ১৯ .৮ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। আজও সর্বোচ্চ তাপমাত্রা একইরকম থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামি চব্বিশ ঘণ্টা পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

First Published: Thursday, January 16, 2014, 12:06


comments powered by Disqus