বিমান দুর্ধটনায় মৃত কলকাতার দম্পতি

বিমান দুর্ধটনায় মৃত কলকাতার দম্পতি

বিমান দুর্ধটনায় মৃত কলকাতার দম্পতিএভারেস্ট দেখে ফেরার পথে নেপালে বিমান দুর্ঘটনায় মারা গেলেন কলকাতার চিকিত্‍সক দম্পতি। মৃত পঙ্কজ মেহতা ও ছায়া মেহতা ছিলেন কলকাতার ৩৭এ সাদার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা। টানা চার বছর কলকাতায় ইউনিসেফের
দফতরে দায়িত্বপ্রাপ্ত পঙ্কজবাবু ছিলেন নবজাতকদের চিকিত্‍সার জন্য পুরুলিয়া মডেলের অন্যতম রূপকার। বর্তমানে কাঠমান্ডুতে ইউনিসেফের প্রধান ছিলেন তিনি।
গত পাঁচ বছর কাঠমান্ডুতে দায়িত্ব সামলানোর পর সামনের সপ্তাহেই পাকাপাকি ভাবে ম্যানিলা চলে যাবার কথা ছিল তাঁর। ছায়া মেহতা ছিলেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ। তাঁদের দুই ছেলেও
চিকিত্‍সক। একজন মা-বাবার সঙ্গে কাঠমান্ডুতেই থাকতেন, অন্যজন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাঁদের মৃত্যুতে গভীর শোকের ছায়া পড়েছে কলকাতার চিকিত্‍সক মহলে।





First Published: Monday, September 26, 2011, 18:13


comments powered by Disqus