Kolkata durbar

শৈশবে রঙ দেওয়ার প্রয়াস

শৈশবে রঙ দেওয়ার প্রয়াস যৌন কর্মীর সন্তান, তাই ব্রাত্য। এমন ধারনা এখন পুরোপুরি বদলে গেছে। বরং নানাভাবে সমাজের মূল স্রোতের সঙ্গে এই সব শিশু-কিশোরদের যুক্ত করে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন অনেকে। শনিবার উত্তর কলকাতায় যৌন কর্মীদের সন্তানদের জন্য আয়োজন করা হয় রং-তুলির কর্মশালার। দুর্বার মহিলা সমন্বয় সমিতির এই উদ্যোগে সামিল হয়েছিলেন বিশিষ্ট চিত্রকরেরা।

আর পাঁচটা শিশু-কিশোরের থেকে এদের জীবনটা অন্যরমক। অভাবের তাড়নায়, পরিবেশের প্রভাবে অনেকেই স্কুল ছুট। এদের জন্যই ছবি আঁকার কর্মশালার আয়োজন করেছিল দুর্বার মহিলা সমন্বয় সমিতি। কর্মশালায় হাজির হয়েছিলেন সুব্রত গঙ্গোপাধ্যায়, হিরণ মিত্র, ইলিনা বণিকের মতো বিশিষ্ট শিল্পীরা। তাঁদের কাছে ছবি আকাঁর খুঁটিনাটি হাতে কলমে শিখে নিল শিক্ষার্থীরা।

কর্মশালায় অংশ নিতে পেরে ভীষণ খুশি ছোটরা। আর পাঁচটা শিশু-কিশোরের থেকে এদের জগত কিছুটা আলাদা। জীবনযাত্রার এই পার্থক্যই সমাজের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এদের। সেই বিচ্ছিন্নতা কাটাতেই ছবি আঁকার এই কর্মশালার আয়োজন। উদ্যোক্তাদের আশা, এধরনের কর্মসূচির মধ্যে দিয়েই এই সব শিশু-কিশোরদের সামিল করা যাবে সমাজের মূলস্রোতে।

First Published: Saturday, December 28, 2013, 18:13


comments powered by Disqus