কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চাঁদের হাট,বলিউডের শাহেনশা, বাদশার সঙ্গে থাকছেন মিঠুন, কমল হাসানও

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চাঁদের হাট,বলিউডের শাহেনশা, বাদশার সঙ্গে থাকছেন মিঠুন, কমল হাসানও

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চাঁদের হাট,বলিউডের শাহেনশা, বাদশার সঙ্গে থাকছেন মিঠুন, কমল হাসানওশুধু অমিতাভ বচ্চন শাহরুখ খান নন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমল হাসানও। থাকছেন ঘরের ছেলে মিঠুন চক্রবর্তীও। দশই নভেম্বর থেকে শুরু হচ্ছে উত্‍সব। 

দেখানো হবে ৬৩ দেশের মোট ১৮৯টি ছবি। উদ্বোধনী ছবি ঋতুপর্ণ ঘোষের সানগ্লাস ছবির হিন্দি ভার্সান তাকঝাঁক।

শুধু ছবি দেখা নয়, দর্শকরা এবার   বাড়তি পাওনা হিসাবে পাবেন  ফিল্ম ফেস্টিভ্যালের সিগনেচার টি-শার্ট ও কফি মাগ।  উত্‍সবে  নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রাখতে রাজি নয় কর্তৃপক্ষ। মোতায়েন থাকবে সাড়ে তিন হাজার পুলিসকর্মী। 

First Published: Monday, November 4, 2013, 21:49


comments powered by Disqus