আজ থেকে শহরে ছবির উৎসব, ৮ দিনে ১৫৯টি সিনেমা

আজ থেকে শহরে ছবির উৎসব, ৮ দিনে ১৫৯টি সিনেমা

আজ থেকে শহরে ছবির উৎসব, ৮ দিনে ১৫৯টি সিনেমা আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধন। আটদিন ধরে চলা এই চলচ্চিত্র উত্‍সবে দেখানো হবে সারা বিশ্বের ১৫৯টি ছবি। নেতাজি ইন্ডোরে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্বের। ভারতীয় চলচ্চিত্রের একশো বছরের বিবর্তনের ধারা, উদ্বোধনী অনুষ্ঠানে নাচের মধ্যে দিয়েই তুলে ধরা হবে। এবার নন্দন এক-দুই-তিন নম্বর হল ছাড়াও শিশির মঞ্চেও দেখানো হবে ছবি। অন্যবারের মতো এবারও রবীন্দ্র সদনের বদলে সায়েন্স সিটিতেই হবে সমাপ্তি অনুষ্ঠান।

শেষ মূহুর্তে যাতে ভুল ত্রুটি না হয় সেজন্য নেতাজি ইন্ডোরে রিয়ার্সাল করে নিলেন কলকাকুশলীরা। ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরের বিবর্তনের ধারা, উদ্বোধনী অনুষ্ঠানে নাচের মধ্যে দিয়েই তুলে ধরা হবে।

হাই প্রোফাইল তারকাদের জন্য ব্যবস্থা থাকছে কড়া নিরাপত্তার। এবার নন্দন এক-দুই-তিন নম্বর হল ছাড়াও শিশির মঞ্চে দেখানো হবে ছবি। শনিবারই সেখানে ভিড় চলচ্চিত্র প্রেমীদের। অন্যবারের মতো এবারও রবীন্দ্র সদনের বদলে সায়েন্স সিটিতেই হবে সমাপ্তি অনুষ্ঠান।

First Published: Sunday, November 10, 2013, 12:25


comments powered by Disqus