Last Updated: July 14, 2013 20:38

বাংলার সংস্কৃতি ক্ষেত্রে ফের আমরা-ওরার বিভাজন। কলকাতা চলচ্চিত্র উত্সবের স্থায়ী কমিটি থেকে সরিয়ে দেওয়া হল মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এঁদের বদলে কমিটির স্থায়ী পদে যাঁদের আনা হয়েছে, তাঁরা হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। এগজিকিউটিভ কাউন্সিল ও জেনারেল বডির সদস্য হয়েছেন প্রযোজক শ্রীকান্ত মেহতা ও শিবাজি পাঁজা।
কলকাতা ফিল্ম ফেস্টিভাল কমিটির চেয়ারম্যান রঞ্জিত্ মল্লিককে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে চাননি। কিন্তু মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়দের মতো ব্যক্তিত্বদের স্থানীয় কমিটি থেকে সরানোয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, শুধুমাত্র বাম ঘনিষ্ঠ হওয়ার কারণে তিনজনকে চলচ্চিত্র কমিটি থেকে সরিয়ে দেওয়া হল।
First Published: Sunday, July 14, 2013, 20:38