Last Updated: May 13, 2014 20:22
গত মরশুমে শীতের অনেকগুলো ইনিংস দেখেছে দক্ষিণবঙ্গ। এবার পাল্লা দিচ্ছে গ্রীষ্ম। ফের গ্রীষ্মের তীব্র দহন। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। আবার তাপমাত্রা পৌছে গেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
ঘড়ির কাঁটা সকাল নটার ঘর পেরোলেই শুনশান হয়ে যাচ্ছে পথঘাট। দুপুর গড়াতেই একটু খানি ছায়ার খোঁজে সকলেই। স্বস্তি খুঁজতে ভিড় বাড়ছে ঠাণ্ডা পানীয়ের দোকানে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌছয় ৩৮.৪ডিগ্রি সেলসিয়াসে।
বাঁকুড়ায় তাপমাত্রার পারদ পৌছয় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে।
বর্ধমানের তাপমাত্রা ৪২ ডিগ্রি।
সব রেকর্ড ছাপিয়ে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের পারদ এদিন ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই।
দুর্গাপুর ৪৫, আসানসোল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
এরইমাঝে নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দিল আবহাওয়া দফতর। তাপপ্রবাহের হাত থেকে রেহাই মেলেনি উত্তরবঙ্গেরও। কিন্তু কি কারণে এই তাপপ্রবাহ? আবহাওয়াবিদরা বলছেন, একই মরশুমে দু দুবার তাপপ্রবাহ ব্যতিক্রমী ঘটনা।
First Published: Tuesday, May 13, 2014, 20:25