Last Updated: July 11, 2014 15:43
পাড়ুইকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলাটি জুড়ে দেওয়া হল মূল মামলার সঙ্গে। এবার থেকে বিচারপতি হরিশ ট্যান্ডনই মামলাটি শুনবেন। ২২ জুলাই মূল মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।
গতকাল পাড়ুইয়ে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে একটি পৃথক মামলা দায়ের করেন নিহত সাগর ঘোষের পুত্রবধূ শিবানী ঘোষ। আজ মামলাটি শুনানির জন্য বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে উঠলে তিনি মামলাটি রিলিজ করে দেন।
First Published: Friday, July 11, 2014, 15:43