Kolkata high court

মাধ্যমিকে অ্যাডমিট কার্ড না পেয়ে মামলা হাইকোর্টে, রায় পক্ষে না যাওয়ায় আদালত চত্বরে ভাঙচুর চালাল স্কুলছাত্ররা

নজিরবিহীন তাণ্ডবের সাক্ষী হল কলকাতা হাইকোর্ট। মামলার রায় তাঁদের পক্ষে না যাওয়ায় আদালত চত্বরে ভাঙচুর চালালেন কাঁকিনাড়া আদর্শ স্কুলের একদল ছাত্র। গোলমাল পাকানোর দায়ে এক ছাত্রকে আটক করেছে পুলিস।

দেশের প্রাচীনতম হাইকোর্টের ১৫২ বছরের ইতিহাসে যা ঘটেনি, তাই করে দেখালেন কাকিনাড়া আদর্শ স্কুলের কিছু ছাত্র। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাকিনাড়া হাইস্কুলের ৪১০ জন ছাত্র। তিনদিন শুনানির পর তাদের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম মেনে রেজিস্ট্রেশন না করানোতেই এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন না ওই ছাত্রেরা । জানিয়ে দিয়েছে হাইকোর্ট। যদিও, এই ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছে স্কুল কর্তৃপক্ষ।




First Published: Friday, February 21, 2014, 22:01


comments powered by Disqus