ভিক্টোরিয়া বাঁচাতে হাইকোর্টের নির্দেশিকা

ভিক্টোরিয়া বাঁচাতে হাইকোর্টের নির্দেশিকা

ভিক্টোরিয়া বাঁচাতে হাইকোর্টের নির্দেশিকাভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচাতে এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট। গতকাল একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দিয়েছে বিচারপতি পিনাকী ঘোষের ডিভিশন বেঞ্চ। নির্দেশিকায় বলা হয়েছে :
 
ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামে থাকা সমস্ত প্রাচীন এবং অমূল্য জিনিসপত্রের তালিকা তৈরি করতে হবে।
 
১৯৫০ সালের তালিকার সঙ্গে যেন এই নতুন তালিকার সাদৃশ্য থাকে।
 
ছয় মাসের মধ্যে সমস্ত নির্মাণের কাজ শেষ করে ফেলতে হবে।
 
এই ব্যাপারে পুর্ত দফতর এবং এএসআই-এর সাহায্য নিতে হবে।
 
কলকাতা পুরসভার সহযোগিতায় ভিক্টোরিয়ার  ভিতরে পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
 
কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী যে গ্রিন জোন তৈরি হওয়ার কথা ছিল, সে ব্যাপারে রাজ্য সরকার কী করছে, সেটাও জানতে চেয়েছে আদালত।






First Published: Friday, April 20, 2012, 18:51


comments powered by Disqus