Last Updated: December 1, 2013 12:37
পারফরম্যান্স ভালো নয়। রোগীদের চিকিত্সা সংক্রান্ত বিলে প্রায়শই থাকে অস্বচ্ছতা। এই যুক্তিতে কলকাতার নামী তিন বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেন্ট্রাল গর্ভনমেন্ট হেলথ স্কিম। সংক্ষেপে সিজিএইচএস। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রকের বীমা যোজনা। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাও পড়েন এই স্বাস্থ্যবীমার আওতায়।
মন্ত্রকের প্যানেলভুক্ত বেসরকারী হাসপাতাল, ডায়াগনেস্টিক সেন্টার থেকে নিখরচায় চিকিতসা পরিষেবা পাওয়া যায় সিজিএইচএস কার্ড থাকলেই। কলকাতায় মন্ত্রকের প্যানেলভুক্ত বেসরকারি হাসপাতালগুলির মধ্যে তিনটি হাসপাতালকে কালোতালিকাভুক্ত করেছে সিজিএইচএস। বিপি পোদ্দার, এ এমআরআই, এবং রুবী জেনারেল হাসপাতালের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করেছে সিজিএইচএস। এরমধ্যে সরকারের ঘরে পারফরম্যান্স ব্যাঙ্ক গ্যারান্টি বাবদ জমা থাকা দশ লক্ষ টাকা থেকে পনেরো শতাংশ জরিমানাও করা হয়েছে রুবি হাসপাতালকে। যদিও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য সরকার নয়, তারাই সিজিএইচএসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
First Published: Sunday, December 1, 2013, 12:37