Last Updated: December 24, 2011 18:41

ঘন কুয়াশা। সঙ্গে আকাশে মেঘের আনাগোনা। এভাবেই শুরু হল শনিবারের সকালটা। দিনভর ভালোভাবে দেখা মিলল না সূর্যের। বেলা শেষে আকাশ একটু পরিষ্কার হলেও সর্বোচ্চ তাপমাত্রা থেকে গেল স্বাভাবিকের অনেকটা নীচেই। আর তারই জেরে শনিবারও শীতটা বেশ ভালোই উপভোগ করলেন কলকাতাবাসী।
রবিবারই বড়দিন। সেদিন কীরকম থাকবে শীতের দাপট? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কুয়াশার হাত থেকে এখনই রেহাই মিলছে না। বজায় থাকবে শীতের স্থিতাবস্থা। রাতে আকাশ পরিস্কার থাকলে তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি নামতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
কার্যত দশদিন ধরে রাজ্যে জোরদার ব্যাটিং করছে শীত। শীতের এই লাগাতার পারফরম্যান্সের খতিয়ানও আবহাওয়া দফতরের কাছে বেশ অন্যরকম। গত দশ বছরে নাকি এরকম পরপর দশদিন ক্রিজে টিকেই থাকেনি শীত। ফলে সবমিলিয়ে এখনও টানা শীত সোহাগের সুযোগ পাবেন কলকাতাবাসী।
First Published: Saturday, December 24, 2011, 18:48