Last Updated: May 11, 2012 17:23

কলকাতায় আসছেন ক্রিকেটের শতরানের শহেনশাহ। স্বাভাবিকভাবেই, রাজকীয় সম্বর্ধনার আয়োজনে সাজো-সাজো রব শহরে।
সচিনের সংবর্ধনার জন্য কলকাতা জুড়ে মোট ১০০টি কাট আউট লাগানো হয়েছে। সংবর্ধনার দিন দর্শকদের জন্য ৬ হাজার ৪০০টি সচিনের পোস্টারও তৈরি করা হয়েছে।
তবে এসব ছাপিয়েও সংবর্ধনার মূল আকর্ষণ কিন্তু সনাতন দিন্দার আঁকা ছবি। ঠিক তেমনি একশোটি গিনি দিয়ে সচীনকে সংবর্ধনারও ব্যবস্থা থাকছে। সচিনের প্রতিকৃতিকে ঘিরে থাকবে একশোটি গিনি। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা বাতিল করেছে সিএবি।
বৃহস্পতিবার সিএবির ওয়ার্কিং কমিটির বৈঠকে সচিনের সংবর্ধনা অনুষ্ঠান সূচি ঠিক করা হয়। শনিবার ম্যাচের আগে তিনটে থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত চলবে সচিনের সংবর্ধনা অনুষ্ঠান।
শুধুমাত্র সিএবিই নয়,রাজ্য সরকারের পক্ষ থেকেও রাজকীয় সংবর্ধনা দেওয়া হচ্ছে মাস্টার ব্লাস্টারকে।
এদিকে ইডেন সংস্কারের পর নতুন রূপের স্টেডিয়ামের উদ্বোধন সচিনকে দিয়ে করানোর ইচ্ছা ছিল সিএবির। কিন্তু বাতিল করা হয়েছে এই সংবর্ধনার জন্য।
First Published: Friday, May 11, 2012, 17:23