Kolkata marathon

রবিবার দৌড়বে কলকাতা

রবিবার দৌড়বে কলকাতা ক্যান্সার আক্রান্তদের জন্য এবার দৌড়বে কলকাতা। সামাজিক দায়বদ্ধতা থেকেই রবিবার টাটা মেডিক্যাল সেন্টার আয়োজিত কলকাতা ম্যারাথনে দৌড়বেন সেলিব্রিটি থেকে কর্পোরেট ব্যক্তিত্বরা। থাকবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও।

সকাল ৬টা থেকে শুরু হবে কলকাতা ম্যারাথন। মহমেডান স্পোর্টিং ক্লাবের পাশে বাস্কেটবল মাঠের সামনে থেকে শুরু হবে দৌড়। ৪২ কিলোমিটারের বেশি পথ দৌড়ে এই ম্যারাথন শেষ হবে ময়দানের পোর্ট ট্রাস্ট ক্লাবের সামনে। ম্যারাথনে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি, ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না, উষা উত্থুপ সহ বিশিষ্ট ব্যক্তিরা।

First Published: Saturday, January 4, 2014, 10:52


comments powered by Disqus