Last Updated: November 8, 2013 14:08

অস্ত্রোপচারের দু`মাস পর প্রসূতির শরীর থেকে বের করা হল ৪ মিটার গজ। চিকিত্সায় গাফিতলির অভিযোগ উঠেছে কলকাতা মেডিক্যাল কলেজের চিকিত্সকদের বিরুদ্ধে।
অক্টোবরের শুরুতে প্রসব যন্ত্রণা নিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হন বালি ভোটবাগানের বাসিন্দা উর্মিলা দে। গত ৭ অক্টোবর অস্ত্রোপচার হয় তাঁর। একটি পুত্র সন্তানের জন্ম দেন উর্মিলা দেবী। ১২ অক্টোবর ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু তাঁর পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। কিছুতেই শুকোচ্ছিল না অপারেশনের ক্ষত। ফের যান কলকাতা মেডিক্যাল কলেজে। ওষুধ দেওয়া হয় তাঁকে। কিন্তু তাতেও কমেনি ব্যথা। এরপরেই স্থানীয় চিকিত্সকের কাছে যান উর্মিলা দেবী। স্থানীয় ওই চিকিত্সক পরীক্ষা করে দেখেন উর্মিলা দেবীর দেহে রয়েছে ৪ মিটার লম্বা একটি গজ। অপারেশেনর সময়ে চিকিত্সকদরে নজর এড়িয়ে দেহের ভিতরেই রয়ে গিয়েছিল গজটি।
উর্মিলা দেবীর পরিবারের তরফে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। যোগাযোগ করা হচ্ছে স্বাস্থ্য দফতরে। কলকাতা মেডিক্যাল কলেজের এই ধরণের গাফিলতিতে হতভম্ব রোগীর পরিবার।
First Published: Friday, November 8, 2013, 14:08