মেট্রোর সামনে ঝাঁপ দিয়েও জীবনরক্ষা, নাটকীয়ভাবে উদ্ধার

মেট্রোর সামনে ঝাঁপ দিয়েও জীবনরক্ষা, নাটকীয়ভাবে উদ্ধার

মেট্রোর সামনে ঝাঁপ দিয়েও জীবনরক্ষা, নাটকীয়ভাবে উদ্ধারআত্মহত্যার জন্য চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়েও আশ্চর্যজনকভাবে রক্ষা পেলেন এক ব্যক্তি। বিকেলে ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেট্রো স্টেশনে। প্লাটফর্মে ঢোকার মুখে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন নারায়ণ ঠাকুর নামে ওই ব্যক্তি। দুটি কামরার মাঝে আটকে পড়েন তিনি। ওই অবস্থায় প্রায় এক ঘণ্টা আটকে ছিলেন। লাইনের বিদ্যুত সংযোগ বন্ধ করে শুরু হয় উদ্ধার কাজ। একঘণ্টার চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিস। জখম অবস্থায় নারায়ণ ঠাকুরকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। নারায়ণ ঠাকুর মধ্য কলকাতার মুচিপাড়া এলাকার বাসিন্দা। মাথায় আঘাত লেগেছে তাঁর।

First Published: Saturday, April 12, 2014, 19:40


comments powered by Disqus