Kolkata metro

দরজা খোলা রেখে ছুটল মেট্রো, আতঙ্কিত যাত্রীরা

দরজা খোলা রেখে ছুটল মেট্রো, আতঙ্কিত যাত্রীরা মেট্রোয় নজিরবিহীন ঘটনা। আজ সকালে দরজা খোলা রেখেই শ্যামবাজার থেকে বেলগাছিয়া ছাড়িয়ে চলে গেল দমদমগামী মেট্রো। পরবর্তী বেলগাছিয়া স্টেশনেও দাঁড়ায়নি ট্রেন। সিগন্যাল ভেঙে এগিয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর চালকের মনযোগ আকর্ষণ করলে ফের বেলগাছিয়া স্টেশনে ট্রেনটি নিয়ে আসেন চালক।

পুরনো রেক হওয়ার জন্যই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে চালকেরও গাফিলতি ছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ। বিষয়টি খতিয়ে দেখছেন মেট্রোর অফিসারেরা। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে মেট্রো কর্তৃপক্ষ।

First Published: Wednesday, January 8, 2014, 13:40


comments powered by Disqus