ফের শহরে ছাত্রীর শ্লীলতাহানি, প্রশ্নে নিরাপত্তা

ফের শহরে ছাত্রীর শ্লীলতাহানি, প্রশ্নে নিরাপত্তা

ফের শহরে ছাত্রীর শ্লীলতাহানি, প্রশ্নে নিরাপত্তা ফের শহরে বেআব্রু নারী নিরাপত্তা। একাদশ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল আলিপুরে। জাজেস কোর্ট রোডের কারারক্ষী আবাসানে শ্লীলাতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে এক যুবক। ধৃতের নাম সঞ্জয় দাস।

কারারক্ষী আবাসানের বাসিন্দাদের অভিযোগ,  ছাত্রীর শ্লীলতাহানির উদ্দেশে আবাসনে হানা দেয় দুই যুবক। আবাসনের মহিলাদের তত্‍পরতায় ধরা পড়েছে একজন, তাঁকে পুলিসের হেফাজতে তুলে দেওয়া হয়েছে। পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনেছে।

এর আগেও বারবার এ শহরের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শত প্রতিবাদ সমালোচনা স্বত্বেও আবারও ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বড় করে দিল প্রশ্নটা।



First Published: Sunday, November 10, 2013, 17:01


comments powered by Disqus