পুজোর আগে নাগরিক পরিষেবায় ডাহা ফেল পুরসভা

পুজোর আগে নাগরিক পরিষেবায় ডাহা ফেল পুরসভা

পুজোর আগে নাগরিক পরিষেবায় ডাহা ফেল পুরসভাপুজোর আগে রাস্তা, আলো, নাগরিক পরিষেবা সবকিছুতেই ডাঁহা ফেল কলকাতা পুরসভা। অভিযোগ এমনটাই। বিরোধীদের সমালোচনা, বিরোধিতার জেরে প্রতিদিনই হইচই পুরসভায়। বিরোধিতা যাই হোক না কেন, নিজেদের মার্কশিটে নিজেই নম্বর বসালেন খোদ মেয়র। উত্সবের শহরে পানীয় জল সরবরাহের ক্ষেত্রে পুরসভার বিশেষ কি পরিকল্পনা ? শহর জুড়ে ট্রাইডেন্ট । অথচ ঝুপড়ি এলাকায় আলো নেই কেন? প্রাকপুজো রাস্তা সংস্কারের হালই বা কী? এক ঘণ্টার বৃষ্টির জল নামতে এক সপ্তাহ লেগে যাচ্ছে কেন ? উত্‍সবের মুখে পুর পরিষেবা নিয়ে কি সাফাই মেয়রের?

শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের ২৪ ঘন্টার ক্যামেরায় উঠে এল দুর্দশার চিত্র। ক`দিন আগেই মাঝারি বৃষ্টিতেই শহরের হাল বেহাল। রাস্তায়-রাস্তায় তো বটেই পুজো প্যান্ডেলের সামনেও হাঁটু জল। পুজো কমিটির তো মাথায় হাত। সেই সঙ্গে পাল্লা দিয়ে অবস্থা খারাপ রাস্তার। অনেক জায়গাতেই রাস্তা আর খানাখন্দের ফারাক চোখে পড়ছে না। মেয়র শোভন চট্টোপাধ্যায় কিন্তু বলছেন, সব ঠিক আছে।
 
সব বিতর্কের সাফাই একটাই। কাজ চলছে, চলবে। কিন্তু পুর এলাকার বাসিন্দাদের অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলছে। রাস্তা , আলো , পানীয় জল নিয়ে ওয়ার্ডে ঢুঁ মারলেই নাগরিকদের প্রশ্নবাণের মুখোমুখি হতে হচ্ছে কাউন্সিলারদের।

First Published: Sunday, October 14, 2012, 09:19


comments powered by Disqus