Kolkata Murder 24 ghnata details

কীভাবে খুন ইকবালপুরে, সরেজমিনে ২৪ ঘণ্টা

কীভাবে খুন হয়েছিলেন পুষ্পা সিং ও তার দুই মেয়ে আরাধনা ও প্রদীপ্তি? জনবহুল এলাকায় কীভাবেই বা তাঁদের দেহ পুঁতে ফেলল আততায়ীরা? ঠিক কী ঘটেছিল উনত্রিশ তারিখ রাতে? সরেজমিনে ২৪ ঘণ্টা।

পুষ্পা সিং বাড়ি থেকে বেরোনোর পরই ইলেট্রিশিয়ান পরিচয় দিয়ে বাড়িতে হাজির হয় সিকান্দর ও তার ভাইপো পাপ্পু। আরাধনা ও প্রদীপ্তি দরজা খুলে দিতেই আরাধনার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে আততায়ীরা। এরপর প্রদীপ্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়। দুজনকে খুন করার পরও বাড়ি ছেড়ে যায়নি আততায়ীরা। গোটা ফ্ল্যাট তছনছ করে তারা। এরপর পুষ্পা সিংয়ের জন্য বাড়িতেই ওত পেতে বসেছিল।

এই সময় সিকান্দর এবং পাপ্পুর সঙ্গে যোগ দেয় আরও দুই সঙ্গী। তিনটি দেহ ট্রাঙ্কে করে ডঃ সুবীর বোস রোডের দোকানে নিয়ে আসে সিকান্দর ও তার তিন সঙ্গী। তারপর দোকানের মেঝে খুঁড়ে তিনটি দেহ পুঁতে দেয় তারা। এখানেই শেষ নয়, দুর্গন্ধ যাতে না ছড়ায় তারও পুরো ব্যবস্থা করেছিল আততায়ীরা। রীতিমতো ইট বালি খোয়া দিয়ে গর্ত বুজিয়ে মেঝেতে নেট সিমেন্ট করে দেয় তারা।

First Published: Sunday, April 13, 2014, 21:39


comments powered by Disqus