শহরজুড়ে শব্দবাজির দাপট, গ্রেফতার ৭৭০, kolkata police arrest 770 person at night of kali puja

শহরজুড়ে শব্দবাজির দাপট, গ্রেফতার ৭৭০

শহরজুড়ে শব্দবাজির দাপট, গ্রেফতার ৭৭০শব্দবাজির দাপট অব্যাহত রইল কালীপুজোর রাতে। কলকাতা ও শহরতলীতে রাত যত বেড়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে শব্দবাজির দাপট। শব্দবাজি ফাটানোর অভিযোগে শুধুমাত্র কলকাতা থেকে গ্রেফতার হয়েছে সাতশো সত্তর জন। এরমধ্য দক্ষিণ কলকাতায় গ্রেফতারের সংখ্যা সবথেকে বেশি। বিধাননগর থেকে গ্রেফতার হয়েছে পঁচাত্তর জন। কসবা থানায় অভিযোগ দায়ের করেছে দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। কৈখালি ও এয়ারপোর্ট এলাকাতেও ব্যাপক শব্দবাজি ফেটেছে। আটক করা হয়েছে দেড়শো কেজি শব্দবাজি।

First Published: Thursday, October 27, 2011, 09:48


comments powered by Disqus