Last Updated: October 26, 2011 23:24

শব্দবাজির দাপট অব্যাহত রইল কালীপুজোর রাতে। কলকাতা ও শহরতলীতে রাত যত বেড়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে শব্দবাজির দাপট। শব্দবাজি ফাটানোর অভিযোগে শুধুমাত্র কলকাতা থেকে গ্রেফতার হয়েছে সাতশো সত্তর জন। এরমধ্য দক্ষিণ কলকাতায় গ্রেফতারের সংখ্যা সবথেকে বেশি। বিধাননগর থেকে গ্রেফতার হয়েছে পঁচাত্তর জন। কসবা থানায় অভিযোগ দায়ের করেছে দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। কৈখালি ও এয়ারপোর্ট এলাকাতেও ব্যাপক শব্দবাজি ফেটেছে। আটক করা হয়েছে দেড়শো কেজি শব্দবাজি।
First Published: Thursday, October 27, 2011, 09:48