Last Updated: September 4, 2012 23:11

উত্তর ২৪ পরগণা জেলা সিপিআইএমের সভায় বাধ সাধল কলকাতা পুলিস। ফলে আরও একবার রাজনৈতিক সৌজন্যের অভাবটা স্পষ্ট হয়ে গেল। যদিও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে উত্তর ২৪ পরগণা জেলা সিপিআইএমের সভা করার অনুমতি না দেওয়ার কোনও যুক্তিসম্মত কারণ দর্শাতে পারেনি পুলিস।
উলটে বাম নেতাদেরই বিকল্প জায়গা খোঁজার পরামর্শ দিয়েছেন তাঁরা। আগামী বৃহস্পতিবার বাম নেতৃত্ব এবং কলকাতা পুলিসের উচ্চপদস্থ কর্তারা ডোরিনা ক্রসিং এলাকা পরিদর্শনে যাবেন।
সম্প্রতি রবিন্দ্র ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মিসভা ঘিরে দীর্ঘ টালবাহানার পর অনুমতি দেয় প্রশাসন। সেখানে সভা করলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার দোঁহাই দিয়েছিল পুলিস। রাজ্য প্রশাসনের এহেন ব্যবহারে বিস্মিত হয় রাজনৈতিক মহল। বিরোধীদলের রজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপে বেশ ক্ষুব্ধ বাম শিবির।
First Published: Tuesday, September 4, 2012, 23:11