পুজোয় মহিলাদের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা, থাকছে সাদা পোশাকের পুলিস

পুজোয় মহিলাদের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা, থাকছে সাদা পোশাকের পুলিস

পুজোয় মহিলাদের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা, থাকছে সাদা পোশাকের পুলিসকলকাতার মহিলা নিরাপত্তা নিয়ে পুলিস যে উদ্বেগে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। সেকারণে, পুজোর দিনগুলিতে মহিলাদের নিরাপত্তার বিশেষ বন্দোবস্ত করতে চলেছে কলকাতা পুলিস। পুজোর দিনগুলিতে সাদা পোশাক ও মহিলা পুলিসের বন্দোবস্ত তো থাকছেই, এমনকি পুজোর আগে কেনাকাটার সময়ও থাকবে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। 

আজ কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে এই বিশেষ ব্যবস্থার কথা জানান পুলিস কমিশনার সুরজিত্‍ কর পুরকায়স্থ। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিসের পদস্থ কর্তারা।    

First Published: Tuesday, October 1, 2013, 16:57


comments powered by Disqus