এবিজিকে যন্ত্রপাতি নিজেদের হেফাজতে রাখার আর্জি কলকতা বন্দরের

এবিজিকে যন্ত্রপাতি নিজেদের হেফাজতে রাখার আর্জি কলকতা বন্দরের

এবিজিকে যন্ত্রপাতি নিজেদের হেফাজতে রাখার আর্জি কলকতা বন্দরের হলদিয়া বন্দরের ২ ও ৮ নম্বর বার্থে এবিজির যন্ত্রপাতি নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাল কলকাতা বন্দর কর্তৃপক্ষ। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলাটি শুরু হয়।

ইতিমধ্যেই এবিজির বিরুদ্ধে চুক্তিভঙ্গের একটি মামলা বিচারাধীন রয়েছে হাইকোর্টে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবিজির যন্ত্রপাতি নিজেদের হেফাজতেই রাখতে চায় কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এদিকে এবিজির দাবি প্রায় একশো ৪০ কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে ২ ও ৮ নম্বর বার্থে। যন্ত্রপাতি বার করার জন্য মধ্যস্থতাকারী নিয়োগের দাবি জানিয়েছে তাঁরা। আগামী বুধবার এই মামলায় চূড়ান্ত রায় দেবেন বিচারপতি।

First Published: Monday, December 10, 2012, 17:20


comments powered by Disqus