Last Updated: December 1, 2013 14:36
কলকাতার বেশ কয়েকটি রেশন দোকানে হানা দিয়ে দোকান সিল করে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বেশ কয়েকদিন ধরেই মানিকতলা, পূর্বাশা ও নারকেলডাঙা এলাকার ওই দোকানগুলির বিরুদ্ধে অভিযোগ ছিল রেশনের চাল, গম, চিনি বাজারদরে বিক্রি করে দেওয়া হচ্ছে।
অভিযোগ পাওয়ার পর আজ সকালে কলকাতার বেশ কয়েকটি রেশন দোকানে হানা দেন খাদ্যমন্ত্রী। সেখানে দেখা যায় নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সাধারণ মানুষদের জন্য বরাদ্দ চাল, গম, চিনি মজুত করে রাখা হয়েছে দোকানগুলিতে। রেশন দোকানগুলির লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
First Published: Sunday, December 1, 2013, 14:36