Last Updated: November 1, 2013 17:30

চলন্ত ট্যাক্সিতে অস্ত্র দেখিয়ে লুঠ করে নেওয়া হল ৫০ হাজার টাকা। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটেছে আমহার্স্ট স্ট্রিট এলাকায়। ৫০ হাজার টাকা নিয়ে কালীমূর্তি কিনতে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার ব্যবসায়ী বাপি অধিকারী। কিন্তু তখনও প্রতিমা তৈরি না হওয়ায় রাস্তার ধারে অপেক্ষা করছিলেন তিনি।
হঠাতই আচ্ছন্ন বোধ করতে থাকেন। পাশে দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তির কাছে সাহায্য চান ওই ব্যবসায়ী। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাঁর সঙ্গেই ট্যাক্সিতে ওঠে ওই তিনজন। এরপরই চলন্ত ট্যাক্সিতে তাঁর টাকা ছিনিয়ে নিয়ে নেমে যায় দুষ্কৃতীরা। ট্যাক্সি চালককে সঙ্গে নিয়ে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম রামচন্দ্র দাস। বাকি দু`জনের খোঁজে তল্লাসি চলছে।
First Published: Friday, November 1, 2013, 17:30