Last Updated: August 24, 2013 10:40

মহারাষ্ট্রের কুসংস্কার বিরোধী আন্দোলনের নেতা দাভোলকরের হত্যার প্রতিবাদে সামিল হল কলকাতা। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের উদ্যোগে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে প্রতিবাদসভার আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ। প্রতিবাদ সভায় হাজির ছিলেন শহরের বিশিষ্টজনেরা।
ডঃ নরেন্দ্র দাভোলকর মহারাষ্ট্রের এক প্রতিবাদী নাম। নিজের পেশাগত খ্যাতি,সুখস্বাচ্ছন্দকে তুচ্ছ করে সমাজ উন্নয়নকেই জীবনের ব্রত করেছিলেন এই মানুষটি। তৈরি করতে চেয়েছিলেন কুসংস্কারমুক্ত এক আধুনিক সমাজ। এই লক্ষ্যে তিনি মহারাষ্ট্র বিধানসভায় একটি কুসংস্কার বিরোধী আইন পাশ করানোর জন্য আন্দোলন সংগঠিত করেন। দীর্ঘ আন্দোলনের পর মহারাষ্ট্র সরকার কুসংস্কার বিরোধী বিল বিধানসবায় পেশ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। ২০ অগাস্ট দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন উনসত্তর বছরের কুসংস্কার বিরোধী আন্দোলনের এই নেতা। তাঁর স্মরনেই আলোচনাসভার আয়োজন করেছিল বিজ্ঞান যুক্তিবাদি মঞ্চ।
কুসংস্কার বিরোধী আন্দোলন বিল পাস করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। নিজের জীবন দিয়ে তার স্বপ্নকে সফল করে গেলেন নরেন্দ্র দাভোলকর।
First Published: Saturday, August 24, 2013, 10:40