ঘামে নয় অবশেষে বৃষ্টিতে ভিজল কলকাতা

ঘামে নয় অবশেষে বৃষ্টিতে ভিজল কলকাতা

পার্থ প্রতিম চন্দ্র

শনিবার রাতে যে আশাটা তৈরি হয়েছিল, সেটাই রবিবার স্বস্তি হয়ে নেমে এল কলকাতায়। অবশেষে স্বস্তির বৃষ্টি নামল শহরে। বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। আবহবিদরা বলছেন, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে মহানগরের বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ছে। এইসব ব্যাখায় অবশ্য শহরবাসীর মন নেই।

ভোটের চিত্‍কারে কানঝালাপালা সারিয়ে, মাধ্যমিকের নম্বর টেনশন কাটিয়ে ঘেমে নেয়ে একশা কলকাতা এখন বৃষ্টিতে ভিজছে। ঘামাচির জ্বালা মেটাতে কলকাতাবাসী বৃষ্টিতে ভিজছে। ফেসবুকে বৃষ্টিতে ভেজা সেলফির ছবি আপলোড হচ্ছে দেদার। আরও মজার কথা, বিকেলের দিকে কালবৈশাখী হতে পারে, সঙ্গে নামতে পারে অঝরে বৃষ্টি আর গুরুমগুরম মেঘের ডাক। সব মিলিয়ে রোদে প্রায় ছাই হতে যাওয়া বাঙালি ফিরছে ফিনিক্স পাখির মত।

আহা এরকম রবিবার কত দিন কাটায়নি কলকাতা। আজ আর গরমকে গাল..ল দিয়ে খাবার ওপর রাগ করা নয়। গরমে ঘুমোত পারছি না বলে চিত্‍ হয়ে পড়ে থাকা নয়। আজ বাঙালির বৃষ্টি ভেজার দিন। তবে কী আক্ষেপ একটাই..এমন একটা দিনে পকেটটা খালি। ক্যালেন্ডারটাই আসলে বেইমানিটা করল...এমন একটা দিনে স্বস্তার ছড়া কাটলে কেমন হয়! ২৫শে মে.. যা দিবে দে..আহা রে পকেটটা ভরা থাকলে আরও ভাল কবিতা বের হত... যতই হোক বৃষ্টি মানে রোমান্স...পকেট খালি থাকলে রোমান্স আর কতটা পথই বা যায়..তবু হোক না হোক আজ বর্ষা..

খবর---

ওড়িশা উপকুলের দিকে এগোচ্ছে নিম্নচাপ
দক্ষিণবঙ্গে ঢুকল জলীয় বাষ্প।

টিপটিপের চেয়ে বেশি বৃষ্টি হল-বেহালা,খিদিরপুর।
উত্তর কলকাতায় সেভাবে বৃষ্টি হল না

First Published: Sunday, May 25, 2014, 11:15


comments powered by Disqus