নিম্নচাপ সরতেই তাপমাত্রা কমছে, পিকনিক-পার্টির আমেজ শুরু কলকাতায়

নিম্নচাপ সরতেই তাপমাত্রা কমছে, পিকনিক-পার্টির আমেজ শুরু কলকাতায়

নিম্নচাপের বাধা সরতেই কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ কলকাতায় তাপমাত্রা পৌছয় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিক। বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল, নতুন করে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এর প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যেও পড়তে শুরু করেছে। আজ থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি কম থাকার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা কমেছে উত্তর বঙ্গের জেলাগুলিতে।

শীত পড়চেই শহরে শুরু পার্টির আমেজ। রাজ্যের বিভিন্ন জায়গায় পিকনিকের আমেজও পড়ে গিয়েছে। রায়চক থেকে গড়চুমুক, নুরপুর থেকে গাদিয়াড়া সব জায়গাতেই এখন পিকনিক যাওয়ার প্রস্তুতি। শহরের নাইট ক্লাবগুলোতেও এখন জমজমাট। ক্রিসমাস পার্টি, নিউ ইয়ার পার্টি ব্যাশও শুরু হয়ে গিয়েছে।

First Published: Thursday, December 12, 2013, 10:52


comments powered by Disqus