Last Updated: November 23, 2011 21:19

কলকাতা থেকে দোহা যাওয়ার বিমান পরিষেবা চালু করল কাতার এয়ারওয়েজ। গত সাতাশে জুলাই এই পরিষেবা চালু হয়ে গেলেও আজ কলকাতায় এর আনুষ্ঠানিক ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান আকবর আল বাকের। সপ্তাহে সাতদিনই এই বিমান পরিষেবা চালু থাকবে। শুধুমাত্র এসএমএস করার জন্য বিমানে মোবাইল পরিষেবা ও কম্পিউটারের ব্যবস্থাও থাকছে। বিমানযাত্রার ক্ষেত্রে জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় এদিন উদ্বেগ প্রকাশ করেন সংস্থার চেয়ারম্যান। যাত্রীদের টিকিটের বিয়াল্লিশ শতাংশই জ্বালানির খরচের পিছনে ব্যয় হয়ে যাচ্ছে বলে জানান তিনি। তবে তা সত্ত্বেও যাত্রী পরিষেবা আরও উন্নত করার দিকে তাঁদের নজর রয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
First Published: Wednesday, November 23, 2011, 21:29