Last Updated: December 14, 2013 22:36
টোগোতে আটক নাবিক সুনীল জেমসের মুক্তির দাবিতে এবার পথে নামল কলকাতাবাসী। আজ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে এই মোমবাতি মিছিল হয়। প্রায় ৩০০ নাবিকের পরিবার এই মিছিলে অংশ নেন। জলদস্যুদের সাহায্য করার অভিযোগে টোগোর জেলে চার মাস ধরে বন্দি রয়েছেন এমটি সেঞ্চুরিয়ান জাহাজের ক্যাপ্টেন সুনীল জেমস ও তাঁর সঙ্গীরা। তাঁদের ছাড়াতে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও দেখা করেছেন আটক নাবিকদের পরিবার।
টোগাতে আটক নাবিকের মুক্তির দাবিতে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুনীলের পরিবার। তাঁকে ভারতে ফেরানোর বিষয়ে ভারত সরকার সমস্ত রকম ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন মনমোহন সিং।
First Published: Saturday, December 14, 2013, 22:36